ভিডিও

ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস!

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৭:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের মধ্যে সর্বোচ্চ মর্যাদার পুরস্কার হচ্ছে ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যে কোনো ফুটবলারের জন্যই অনেক বড়। ফ্রান্স ফুটবল এবং উয়েফা’র যৌথ উদ্যোগে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেয়া হবে ওই দিন। যেখানে বার বার উঠে আসছে তিনটি নাম। তারা হলেন-রিয়ালের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি। ধারণা করা হচ্ছে এই তিনজনের এক জনের হাতেই উঠবে বিদায় মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, রদ্রি-বেলিংহ্যাম নয় পুরস্কারটি উঠবে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে।

বিদায় মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত কেটেছে ভিনিসিয়ুস জুনিয়রের। ব্রাজিলিয়ান এই তারকা ইতোমধ্যেই নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আর এবার সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের সোনালী বলটি তার হাতে উঠতে চলেছে বলেই জানা যাচ্ছে। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকারযাত্রা শুরু হয়েছিল ফ্লামেঙ্গোতে। সেখান থেকে তিনি তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিখিয়েছেন যে নিজের ক্ষমতায় বিশ্বাস করলে কঠিন প্রতিকূলতার মধ্যেও সফল হওয়া সম্ভব। তার ফুটবল ক্যারিয়ারের গল্পটি শতভাগ প্রমাণ করে যে প্রচেষ্টা এবং অধ্যবসায়ের ফলাফল একদিন সোনার মতো মূল্যবান হয়ে ওঠে। ব্যালন ডি’অর, যা প্রতিটি ফুটবলারের স্বপ্ন, সেটিই এবার ভিনিসিয়ুসের কাছে আসতে চলেছে।

আগামী ২৮ অক্টোবর, প্যারিসের চাতেলে থিয়েটারে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস জুনিয়রই হতে চলেছেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, যা তার অসাধারণ ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। ব্রাজিলিয়ান এই তারকা গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন। তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠেছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালগুলোতে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে। শুধু তাই নয় ব্যালন ডি'অর জয় করার দু'দিন পরই মাদ্রিদের গ্রান ভিয়ায় নাইকি তাদের স্টোর পুনরায় চালু করতে যাচ্ছে, যেখানে ভিনিসিয়ুস এবং সোনালী রঙের থিম থাকবে তাদের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে। এছাড়াও, গোল্ডেন বুট ইতোমধ্যেই তার জন্য প্রস্তুত করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS