ভিডিও

গ্রুপ অব ডেথে আজ মুখোমুখি স্পেন-ক্রোয়েশিয়া

প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৩:১৬ দুপুর
আপডেট: জুন ১৫, ২০২৪, ০৩:১৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের আজ প্রথম বিগ ম্যাচে মুখোমুখি হবে দুই হেভিওয়েট স্পেন-ক্রোয়েশিয়া। তিনবারের চ্যাম্পিয়ন স্প্যানিশদের লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। অন্যদিকে ইউরো ভাগ্য বদলে পূর্ণ তিন পয়েন্ট চায় ক্রোয়াটরাও। আজ শনিবার (১৫ জুন) বার্লিনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের বয়স ৯০ বছরের বেশি। ইতিহাসটাও সমৃদ্ধ। ১৯৩৬ এর সামার অলিম্পিকে, যেখানে দর্শক উপস্থিতি ছাড়িয়েছিল ১ লাখ। ঐতিহাসিক স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচ গড়ানোর অপেক্ষা। একদিকে স্পেন, অন্যদিকে ক্রোয়েশিয়া। সাম্প্রতিক সময়ে এই দুদলের যত সাক্ষাত, সবগুলোই ছড়িয়েছে উত্তাপ। শেষ ৫ দেখার তিনটিতে ম্যাচপ্রতি গোল হয়েছে অন্তত ৫ টা। তিন বছর আগে এই ইউরোতেই অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। ইউরোর ইতিহাসে, কোনো নির্দিষ্ট ম্যাচে এর চেয়ে বেশি গোল হবার একমাত্র রেকর্ডটা ১৯৬০ সালে। মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা শেষ ১০ ম্যাচের ছয়টাতেই জিতেছে তিনবারের চ্যাম্পিয়নরা। যার মধ্যে আছে ২০২২-২৩ উয়েফা নেশন্স লিগের ফাইনালও। পেনাল্টি শ্যুট আউটে ক্রোয়াটদের হৃদয় ভেঙে শিরোপা ঘরে তোলে লা ফুয়েন্তের শিষ্যরা। বরাবরের মতো ৪-৩-৩ ফর্মেশনে খেলবে স্পেন। বামে নিকো উইলিয়ামস, মাঝে মোরাতা আর ডানপ্রান্তে ইয়ামাল। গাভির ইনজুরির কারণে মধ্যমাঠে রদ্রি-পেদ্রির সঙ্গে খেলবেন রুইজ। রক্ষণে অভিজ্ঞ নাচো। স্টেগান না থাকায়, প্রত্যাশিতভাবেই গোলপোস্টে উনাই সিমন।

অন্যদিকে স্পেনের বিপক্ষে জয়ের সুখস্মৃতি টানতে ক্রোয়েশিয়ার যেতে হবে ৬ বছর পেছনে। ২০১৮’র ইউরোতে শেষবার। যদিও ক্রোয়াটদের ভাগ্য নির্ধারিত হবে মধ্যমাঠে। মদ্রিচ-ব্রোজোভিচ আর কোভাচিচ নামের প্রতি সুবিচার করলে কাজটা বেশ কঠিনই হবে নাচো-মোরাতাদের। মুখোমুখি দেখায় পিছিয়ে থাকলেও দারুণ ছন্দে থেকে ইউরো শুরুর অপেক্ষায় ক্রোয়েশিয়ার। টানা ৬ ম্যাচে জয়, শেষটায় হারিয়েছে ফেভারিট পর্তুগালকে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS