ভিডিও

মেসির ফেরা নিয়ে নতুন যা জানালেন মার্টিনো

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ০৭:২৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : গোড়ালির চোটের পর থেকে লিওনেল মেসির ফেরা নিয়ে জানা যায়নি কোনও নিশ্চিত তথ্য। ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো অবশেষে জানালেন কিছু তথ্য। শুক্রবার তিনি বলেন, আর্জেন্টাইন তারকা খুব শিগগির দলের অনুশীলনে যোগ দেবেন। মাঠে ফিরবেন মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম শেষ হওয়ার আগ দিয়েই!

চোটের কারণে মেসি মায়ামির পুরো লিগস কাপ মৌসুমই মিস করেছেন। অবস্থা এমন যে, মেজর লিগ সকারে আগামী কয়েক ম্যাচেও খেলা হবে না তার। তাছাড়া সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল থেকেও বাদ পড়েছেন তিনি। তখন চিলি আর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির সেরে ওঠার বিষয়ে তথ্য জানালেও কবে নাগাদ ফিরবেন, সেটা নিয়ে নিশ্চিত তথ্য নেই মার্টিনোর কাছে। তিনি শুধু বলেছেন, ‘মেসি দলের সঙ্গে অনুশীলন করছে না। তবে সে মাঠে নিজের মতো করে অনুশীলন করছে। উন্নতিও করছে ভালো মতো।’

আর্জেন্টিনার আসন্ন ম্যাচে মেসির না থাকা নিয়ে তার কথা, ‘এটা প্রত্যাশিত ছিল যে, আর্জেন্টিনার হয়ে মেসি খেলতে পারবে না। কারণ সে এখনও খেলার জন্য প্রস্তুত নয়। কিন্তু আমরা তার উন্নতি লক্ষ্য করছি। এখনও ফেরার বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য নেই। ট্রেনারদের সঙ্গে তার অনুশীলনের বিষয়টি পরিকল্পনা করেই করা হয়েছে। কিন্তু হ্যাঁ, সে নিয়মিত মৌসুম শেষ হওয়ার আগেই ফিরবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS