ভিডিও

শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিজভী

প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০১:২১ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৯:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি তার সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

শুক্রবার সকালে শফিক রেহমানের নিউ ইস্কাটনের বাসায় সাক্ষাৎ করতে যান রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার।

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমান গত ১৮ আগস্ট দেশে ফিরেন।

শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS