ভিডিও

কমলাপুরে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ

প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৪, ১১:০১ দুপুর
আপডেট: এপ্রিল ০৭, ২০২৪, ১২:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

ঈদ উপলক্ষ্যে ট্রেন যাত্রার পঞ্চম দিন আজ। এদিন রাজধানীর কমলাপুর স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। আজ রোববার (৭ এপ্রিল) সকাল থেকেই চেকিং এর আওতায় এসে শত শত মানুষ স্টেশনে প্রবেশ করছেন। যথাসময়ে একটির পর একটি আন্তঃনগর ট্রেন ছেড়ে যেতে দেখা যায়। 

আজ রোববার (৭ এপ্রিল) সকালে স্টেশন ঘুরে দেখা যায়, চেকিং এর আওতায় এসে শত শত মানুষ স্টেশনে প্রবেশ করছেন। সবার সঙ্গেই রয়েছে ট্রেন যাত্রার টিকিট। কারো কাছে টিকিট না থাকলে তাকে ফেরত পাঠানো হচ্ছে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয়টি স্টেশনে দাঁড়িয়ে তদারকি করছেন। 

যাত্রীদের প্রত্যাশা, সারা বছর যদি রেলওয়ে এমন সার্ভিস দেয় তাহলে টিকিট বিহীন যাত্রী কমে যাবে। এদিকে নির্ধারিত সময়ের আগে স্টেশনে চলে আসায় প্লাটফর্মে অনেক যাত্রী অপেক্ষায় ছিল।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। শুক্রবার ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্ব করা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময় সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে।

অনেকদিন পর বাড়ির পথ ধরা যাত্রীরা বেশ খুশি। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করার অপেক্ষায় সবাই। যাত্রীরা বলছেন, নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন তারা। নেই কোনো ভোগান্তি। তিন স্তরের তল্লাশি চৌকি পার হয়ে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS