বান্দরবানে ১৬ ঘণ্টা ব্যবধানে শতাধিক সশস্ত্র সদস্য নিয়ে তিনটি ব্যাংক শাখায় হামলা, অর্থলুট ও অপহরণের মাধ্যমে ‘নিজেদের সক্ষমতা জানান দেওয়ার’ পর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের এক সদস্যকে তার বাড়ি থেকেই গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাব।
চেওসিম বমকে সংগঠনটির ‘প্রধান সমন্বয়ক’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর র্যাব জানায়, রোববার সকালে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের্র শ্যারন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকাল সাড়ে ৩টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর কমান্ডার এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “চেওসিম বমকে তার বাড়ির একটা লোহার লকারে পাওয়া গেছে। তিনি সেখানে লুকিয়ে ছিলেন। সেটা বাইরে থেকে তালা দেওয়া ছিল। তালা ভেঙে তাকে বের করা হয়।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।