ভিডিও

কেএনএফ’র আরও ৩ সদস্যসহ গাড়ি চালক গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০২:১৩ দুপুর
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

বান্দরবানের রুমা ও থানচি উপেজলায় অভিযান চালিয়ে কেএনএফ’র তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় এক গাড়ি চালককেও আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। 

গ্রেফতারদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান।

এদিকে, কেএনএফ তাণ্ডবের ঘটনায় বান্দরবান জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে। রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকের দীর্ঘলাইন। বেড়েছে ভোগান্তিও। প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল রুমা এবং থানচিতে ব্যাংক লুট ও আইন-শৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত রুমায় চারটি ও থানচিতে চারটি মামলা করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS