ভিডিও

বুধবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় দফায় বাড়ল হজ ভিসা আবেদনের সময়

প্রকাশিত: মে ০৭, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট: মে ০৮, ২০২৪, ১১:৩৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

হজযাত্রীরা জেদ্দা, মদিনা এবং মক্কার বাইরে যেতে পারবেন না স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : হজ ভিসার জন্য আবেদন করার সময় দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ১১ মে পর্যন্ত হাজীরা ভিসা আবেদন করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের জন্য ভিসা আবেদনের সময় ১১ মে পর্যন্ত বাড়িয়েছে। গত ২৯ এপ্রিল ছিল হজ ভিসা আবেদনের শেষ সময়। কাক্সিক্ষত ভিসা আবেদন না হওয়ায় প্রথম দফায় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়।

এই সময়ের মধ্যে সবাইকে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হলেও দ্বিতীয় দফায় ফের সময় বাড়ানো হলো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজারের বেশি হাজী হজ পালন করবেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হবে।

আর আগামীকাল বুধবার হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর ৮৩ হাজার হজযাত্রীকে বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ২২৮ হজ ফ্লাইট পরিচালনা করবে। সে অনুযায়ী শিডিউল ঘোষণা করেছে এয়ারলাইন্সগুলো।

চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার। চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১১৮টি ফ্লাইটে ৪৮ হাজার ৮৩৫জন হজযাত্রী বহন করবে। সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার বাকি হজযাত্রী বহন করবে।

হজযাত্রীদের সঠিক সময়ে ভিসা হবে : ধর্মমন্ত্রী : সব হজযাত্রীর সঠিক সময়ে ভিসা হবে এবং তারা যথাসময়ে সৌদি আরবে যাবেন জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, ভিসা নিয়ে কোনো সমস্যা নেই।

এটা যে যেভাবে বলুক, আমাদের ফ্লাইট যখন যেটা চালু হচ্ছে, আমাদের হজযাত্রীরা টিকিট নিচ্ছেন, ভিসা নিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনারা নিশ্চিত থাকুন, এটা কোনো সমস্যা হবে না। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব, সে সুযোগ আমাদের আছে। তিনি বলেন, সমস্যার চিন্তা তো আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা সমস্যা অনুভব করছি না। আমরা সঠিক সময় আমাদের সব কাজই করতে পারব ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই।

তবে ভিসার সময় বাড়ানোর ইঙ্গিত দিলেও তারিখ জানাননি ধর্ম মন্ত্রণালয়ের কেউ। হজযাত্রীরা জেদ্দা, মদিনা এবং মক্কার বাইরে যেতে পারবেন না : সৌদি আরব জানিয়েছে, যেসকল হজযাত্রীরা হজ ভিসায় সৌদি আরবে যাবেন তারা জেদ্দা, মদিনা এবং মক্কা নগরীর বাইরে অন্য কোন স্থানে ভ্রমণ করতে পারবেন না। গালফ নিউজ জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে যারা হজ ভিসা নিয়ে সৌদিতে যাবেন তারা শুধুমাত্র জেদ্দা, মদিনা এবং মক্কাতেই ভ্রমণ করতে পারবেন।

এই বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসা দিয়ে নির্ধারিত শহরের বাইরে ভ্রমণ বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না। বিধি লঙ্ঘন করলে ভবিষ্যতে হজে অংশগ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও জানিয়েছে দেশটি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS