ভিডিও

বাড্ডায় বোমা তৈরির কারখানা ঘিরে রেখেছে র‍্যাব

প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৯:৫১ রাত
আপডেট: মে ২২, ২০২৪, ০৯:৫১ রাত
আমাদেরকে ফলো করুন

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় বোমা তৈরির একটি কারখানা ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বুধবার (২২ মে) র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রেখেছেন র‍্যাব-৩ এর সদস্যরা। 

 

তিনি আরও জানান, ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS