রাস্তায় নামলেন রিকশাচালকরাও
কোটা সংস্কার আন্দোলনের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র নতুন কর্মসূচি অনুযায়ি আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে।
এবার এ আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক ও মুক্তিযোদ্ধাদের পর এবার রাস্তায় নেমেছেন রিকশাচালকরাও৷ সারি সারি রিকশা রেখে শিক্ষার্থীদের পাশাপাশি তারাও সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন৷
শনিবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় রিকশাচালকরা অবস্থান নিয়ে এমন প্রতিবাদ জানান কপালে লাল কাপড় আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দেন তারা।
আরও পড়ুনএর আগে বিভিন্ন স্পষ্ট থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন বিক্ষোভকারীরা। এ আন্দোলনে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ৷
মন্তব্য করুন