শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, অর্ধশত গাড়ি ভাঙচুর
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অর্ধশত গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ভেতরে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এই আগুন দিয়েছেন।
রাজু ভাস্কর্য থেকে আন্দোলনকারীদের মিছিল এলে তারা পিজি হাসপাতালের ভেতরে অবস্থান নেন। তখন আন্দোলনকারীরা পিজির ভেতরেও ইটপাটকেল মারতে থাকেন। একপর্যায়ে ভেতর থেকেও ইটপাটকেল ছুড়তে দেখা যায়। এরপর আন্দোলনকারীরা পিজির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
পরিবহন শাখা ভবনের ভেতরে ছাত্রলীগের নেতাকর্মী আছেন বলে তারা সেখানে ইটপাটকেল ছোড়েন।’
আজ রবিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন