ভিডিও

নওগাঁর আত্রাইয়ে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ১০:২২ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ১০:২২ রাত
আমাদেরকে ফলো করুন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা পুলিশ উপজেলার রাস্তার শুটকিগাছা এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে। অনুমান করা হচ্ছে তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে চলে গেছে হত্যাকারীরা। নিহত যুবক নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষ্মীকোল গ্রামের সোনাম উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৫০)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম অটোরিকশা চালাতেন। গতকাল শনিবার রাতে একটি অটোরিকশা ভাড়া নিয়ে আত্রাইয়ের উদ্দেশে আসেন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। গতকাল রোবাবর আত্রাইয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া গেছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে পবিারের লোকজন লাশটি শনাক্ত করেন।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আগামীকাল সোমবার ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হবে। গতকাল এব্যাপারে আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS