বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ট্রাকচাপায় মরিয়ম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গোবরচাপা হাট আক্কেলপুর সড়কে পশ্চিম মিঠাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, জিহাদ ইসলামের মেয়ে মরিয়ম দোকানে জিনিস কিনতে রাস্তা পার হওয়ার সময় আক্কেলপুরগামী একটি ট্রাক মরিয়মকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় স্থানীয়রা ট্রাকসহ ড্রাইভার মো. ফিদা হাসান রকি ও হেলপার মো. মন্টু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় মরিয়মের চাচা আশরাফুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ ড্রাইভার ও হেলপারকে আজ সোমবার (৭ অক্টোবর) জেলহাজতে প্রেরণ করেছে বলে জানায় থানা পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।