ভিডিও

রাষ্ট্র সংস্কারের সংলাপে না ডাকায় আমরা বিব্রত : রংপুরে জিএম কাদের

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ১১:০২ রাত
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি:  অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনায় ডাক না পাওয়া নিয়ে বিব্রত বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের। আজ শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পল্লীনিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব জানান।

জিএম কাদের বলেন, আমাদের দলের একটা ঐতিহ্য আছে, পুরানো দল, দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ততা রয়েছে। আমাদের রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চেয়েছি। সহযোগিতা করে আসছিলাম। কিন্তু তারপরও আমাদের যদি রাষ্ট্র সংস্কারের বিষয়ের আলোচনায় না ডাকা হয়, দূরে রাখা হয়, সে বিষয়ে আপত্তি নেই।

তবে আমাদের নিয়ে বাইরে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। কতকগুলো অভিযোগ করা হচ্ছে এবং শাস্তিস্বরুপ আমাদের ডাকা হচ্ছে না। এটি আমাদের বিব্রত করছে। তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের সময় নির্বাচনে অংশ নিয়েছিলাম, এজন্য আমাদের আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। আপনারা জানেন, আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনে আমরা অংশ নিতে চাইনি। আমার অফিস এবং আমাকে এক প্রকার জোর করে নির্বাচন করতে বাধ্য করেছে। এমন করেই আমার ভাইয়ের সময়ও হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসীর, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাপা নেতা লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জাপা নেতা হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

জাপা চেয়ারম্যান বলেন, আমাদের ওপর হামলা-মামলা হয়েছে। আমাদের অনেক জায়গায় অফিস ভাঙচুর করা হয়েছে। সরকার এটা করেনি। তবে আমাদের যে নিরাপত্তা দেয়ার কথা ছিল তা হয়তো সরকার দিতে পারেনি। তবু আমি সরকারকে দোষারোপ করবো না।

সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন সরকার ব্যবস্থা বলতে কিছুই ছিল না। একেবারে ভঙ্গুর অর্থনীতিকে সাথে নিয়ে জনগণের পাহাড়সম প্রত্যাশা পুরণের লক্ষ নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। দুই মাসের মধ্যে সব করতে পারবে  এমনটা না। তবে আমি আশাবাদি ওনারা পারবেন। তাই সরকারকে সময় দেয়া দরকার। জাতীয় পার্টি সরকারের পাশে থেকে সহযোগিতা করবে এটি আমি নিশ্চিত করে বলতে পারি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS