নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মন্দিরের সেবায়েতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাঁর নাম সুকুমার দাস (৮০)।
তিনি ওই এলাকায় নিজের প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরের সেবায়েত। তাঁর চার ছেলে ও চার মেয়ে রয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে একটি আমলকী গাছের সঙ্গে বাঁধা রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিষ্ঠার পর থেকে সেবায়েত সুকুমার দাস প্রতিদিন মন্দিরের কাজ করতেন। রাত ৮টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তেন। ভোররাতে উঠে মন্দিরে এসে প্রার্থনা করতেন। গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকলেও তাঁর শরীর ছিল মাটির সঙ্গে লাগানো, যা রহস্যজনক।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।