ভিডিও

পল্লবীতে মাদককারবারিদের গুলিতে নারী নিহত 

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ০৪:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় মাদক কারবারিদের মধ্যে গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। 

বুধবার (৩০ অক্টোবর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর পল্লবীর এলাকায় মাদক কারবারিদের মধ্যে গোলাগুলিতে বাসার সামনে থাকা এক নারীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নারীর নাম ঠিকানা এখনো কিছুই জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

একাধিক সূত্র থেকে জানা যায়, মাদক কারবারি মামুন অপর সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে, সেই গুলি গিয়ে ওই নারীর মাথায় লাগে।

তবে এ ব্যাপারে পল্লবী থানা পুলিশের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, এ বিষয়ে এখনই বিস্তারিত কিছুই জানা যায়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS