ভিডিও

সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:৩৬ বিকাল
আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:৩৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফাহিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বুরুমদী গ্রামের সোহেল মোল্লার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ওয়ার্ড সভাপতি ও নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি ফাহিম মোল্লাকে (২৬) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ফাহিম মোল্লা এজাহার ভুক্ত আসামি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS