ভিডিও

মহেশখালীতে আধিপত্যের জেরে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:০১ দুপুর
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে ফরিদা ইয়াসমিন (৩৩) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। 

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে । 

নিহত ফরিদা ইয়াসমিন ওই এলাকার ছৈয়দ আহমদের মেয়ে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ফকিরাঘোনা এলাকার বাসিন্দা ফরিদুল আলমের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা গুলি করলে ফরিদুল আলমের প্রতিবন্ধী ছোট বোন ফরিদা ইয়াসমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশ রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। 


মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, রাতে ঘটনাস্থল থেকে ফরিদার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বুকের বাঁ পাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS