ভিডিও

বগুড়ার ধুনটে কৃষকের জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৭:১২ বিকাল
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ফসলের মাঠে এক কৃষকের জমি থেকে পাকা ধান কেটে নেয়ার অভিযোগে উঠেছে। উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারাকন্দি গ্রামের বিশা প্রামানিকের কাছ থেকে দীর্ঘদিন আগে একই গ্রামের কৃষক আব্দুল জলিল মন্ডল বিনিময় দলিলমূলে ৩০ শতক জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে আব্দুল জলিল ওই জমিতে ধান চাষ করেন। কয়েক দিন আগে জমির ধান পেকেছে। এ অবস্থায় একই গ্রামের ব্যবসায়ী মাহফুজুর রহমান ও তার লোকজন গত বুধবার সকালে আব্দুল জলিলের ৩০ শতক জমির পাকা ধান কেটে নিয়েছে। এতে কৃষক আব্দুল জলিলের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় বিশা প্রামানিক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে তারাকান্দি গ্রামের হবিবর রহমানের ছেলে মাহফুজুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, ওই জমির মূল কাগজপত্র আমার নামে আছে। অথচ প্রায় ১৭ বছর ধরে তারা অবৈধভাবে ভোগদখল করছেন। এবার দেশের  রাজনৈতিক পরিবেশ অনুকূলে আসায় আমার জমির ধান আমি কেটে নিয়েছি। তারা আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।

ধুনট থানার এসআই স্বপন মিয়া দৈনিক করতোয়াকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS