রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী জুবায়ের শেখের (১২) মরদেহ ৩৯ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে মরদেহটি মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।
এর আগে বুধবার বিকেলে জুবায়েরসহ তার কয়েকজন বন্ধু লঞ্চঘাট এলাকায় ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নামে। কিন্তু গোসল শেষে সবাই ওপরে উঠে এলেও ওই শিক্ষার্থী নদীতে ডুবে যায়।
নিখোঁজ শিক্ষার্থী রাজবাড়ীর সদর উপজেলার মুলঘর ইউনিয়নের কুঠিরহাট এলাকার রূপপুর গ্রামের লাবলু শেখের ছেলে। দৌলতদিয়া সাবিউল হাসান আঞ্জুমান-ই-কাদেরীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ছেলেটি নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী, ডুবুরিদল, নৌ ও থানা পুলিশ কাজ করছিল। আজ সকালে হঠাৎ লঞ্চঘাট এলাকায় ছেলেটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।