কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণা করে একটি চক্র প্রবাসীদের ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো, কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকারপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে শামসুজ্জামান (২৭), দুরাকুটি পাগলাটারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোরছালিন ইসলাম (১৮), উত্তর দুরাকুটি গ্রামের ওমর গনির ছেলে রাকিব (২৩) ও নিতাই ইউনিয়নের বাড়ীমধুপুর ফুলবাড়ি গ্রামের আবু হামজার ছেলে হাসু ইসলাম (২৫)।
থানা সূত্র জানায়, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ও বাহাগিলী ইউনিয়নে থাই জুয়া ও ভিসা প্রতারণার চক্র প্রবাসীদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের ফাঁদে পা দিয়ে প্রবাসীরা নিঃস্ব হয়ে পড়ছে। চক্রের সদস্যরা ডিজিটাল জুয়ার মাধ্যমে ধনী হয়ে যাচ্ছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহাগিলী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন- এদের মধ্যে একজনকে আগেও গ্রেপ্তার করা হয়েছিল। তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।