সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের তারা ওরফে জুলমাত হত্যা মামলার আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানি ও র্যাব-১ সিপিএসসি এর যৌথ অভিযানে গাজীপুর সদর থানার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (১ নভেম্বর) র্যাব ১২এর সদর কোম্পানি কমান্ডার এম আবু হাশেম সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান -গত ৬ আগস্ট সকাল সাড়ে ১০দিকে দুর্বৃত্তরা লাঠি, লোহার রড, ফালা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে শাহজাদপুর থানার কায়েমপুর গ্রামের তারা সরকার ওরফে জুলমত সরকার এর বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে গালিগালাজসহ তার বাড়িঘর ভাঙচুর করতে থাকে।
দুর্বৃত্তদের বাধা নিষেধ করলে আবু সাঈদ হত্যার উদ্দেশ্যে ফলা দিয়ে তারা সরকারের বুকের ডান পাশে ঘা দিয়ে ফলা বিদ্ধ করে। এসময় অন্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তারা সরকারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
এলোপাথাড়ি মারপিটের ফলে তারা সরকার এরফে জুলমত সরকার ঘটনাস্থলেই মৃত্যবরণ করে। এই ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।