নিষেধাজ্ঞার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি।
শুক্রবার (১ নভেম্বর) থেকে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এরপর থেকেই আসতে শুরু করেছেন পর্যটকরা।
সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায়, পর্যটকদের আগমণ শুরু হয়েছে। কেউ পরিবার আবার কেউবা বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছেন। পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন হিসেবে আজ বেশ ভালোই পর্যটক এসেছেন। আশা করি, সামনের পর্যটন মৌসুমে ভালো পর্যটক আসবে। নিষেধাজ্ঞার এই ২৪ দিনে পর্যটন ব্যবসায়ীদের প্রায় অর্ধশত কোটি টাকার লোকসান হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।