রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরে সিএনজিচালিত অটোরিকশা ও খড় বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পলাশ হোসেন (২২) ও ইমাম আব্দুল কুদ্দুশ (৪০)।
নিহত পলাশ নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলাম ও কুদ্দুশ রাণীনগর উপজেলার তালিমপুর গ্রামের তোতা হাজীর ছেলে। তারা অটোরিকশায় রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহনপুর উপজেলা সদরের হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, একটি অটোরিকশা রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। উপজেলা সদরের হাসপাতাল গেটের সামনে অটোচালক একটি মাহিন্দ্রা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সিএনজির দুই যাত্রী পলাশ ও ইমাম কুদ্দুশ ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভটভটি চালক নাজমুল ইসলাম (২৬) ও অটোচালক বদিউজ্জামান এবং হেলপার নয়ন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।