ভিডিও

মাত্র ৩৫ দিনের আন্দোলনে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে : মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৪, ০৯:৩১ রাত
আপডেট: নভেম্বর ০১, ২০২৪, ০৯:৩১ রাত
আমাদেরকে ফলো করুন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। আওয়ামীলীগ নেই, কিন্তু তাদের দোসররা এখনও দেশে নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে।

তাই সবাইকে সজাগ থাকতে হবে। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। গত ১৫ বছর ধরে লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি ক্ষুধা মুক্ত দেশের জন্য। মাত্র ৩৫ দিনের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আন্দোলনে আমরা সফল হয়েছি।

তিনি আজ শুক্রবার (১ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন নাগরিক ঐক্য’র আয়োজনে কালিতলা স্কুল মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাগরিক ঐক্যে মাঝিহট্ট ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আলী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্য’র সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

আরও বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ, অমিত হাসান, মাহবুব মোর্শেদ হীরা, ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা লালটু সোনার, আফতাব হোসেন, আজিজুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, আলিফ হোসেন, হেলেনা পারভীন, হারুন উর রশিদ, রাশেদ মাহমুদ তুষার প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS