বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সীমান্ত ঘেঁষা বামনগাঁও এলাকার একটি বাড়ি থেকে মৃত অবস্থায় একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ধর্মপুর ফরেস্ট বীটের বীট কর্মকর্তা মহসীন আলী।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে ভারত সীমান্ত ঘেঁষা উপজেলার ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও মৌজার আঙ্গারগিলা এলাকার জনৈক আইনুদ্দিনের বাড়িতে একটি সাপ দেখতে পেয়ে মেরে ফেলে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগের লোকজন স্থানীয়দের সহায়তায় সাপটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করে। এ ঘটনায় ওই এলাকায় সাপ আতংক বিরাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।