স্টাফ রিপোর্টার : বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনের সভাপতি পদে আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে কাওছার উল্লাহ আরিফ নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন যথাক্রমে মোমিন রশিদ সাইন ও সাইফুল ইসলাম।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৭ টি পদের মধ্যে ৪ টি পদে ভোট গ্রহণ করা হয়েছে। বাকি ৩টি পদে একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া অপর দুই প্রার্থী হলেন সহ সভাপতি পদে লতিফুল আব্দুল লতিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আল মুমিন।
এ নির্বাচনে ২৫ জন সদস্য সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ সাবু ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটি ২০২৪ এর চেয়ারম্যান আসাফ উদ দৌলা ডিউক ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গীত রায় বাপ্পী ও আব্দুস সালাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।