স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের উপকন্ঠে ভবের বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় আহম্মেদ আলী (৫৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গাজী পালশা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
শহরের উপ শহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা পৌনে ১ টার দিকে আহম্মদ আলী তার অটোরিকশাটি নিয়ে শহরের তিনমাথা এলাকা থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।