ভিডিও

সান্তাহারে দোকানীকে মারধর ও নেশার ইনজেশনসহ আটক দুইজনের জেল-জরিমানা

প্রকাশিত: মার্চ ০৮, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট: মার্চ ০৮, ২০২৪, ০৮:২৮ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরমে নেশাগ্রস্ত হয়ে দোকানীকে মারধর করার অপরাধে ও ট্রেনে নেশার ইনজেকশনসহ আটক দুই ব্যক্তির বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন  এই রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আল আমিন (২৫) ও সিরাজগঞ্জ জেলার সদরের গোয়ালা এলাকার হাতেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে সান্তাহার স্টেশনের ২নং প্লাটফরমে নেশাগ্রস্ত হয়ে মাতলামি করে এক দোকানীকে মারধর করার সময় আটক আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা এবং ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মাদক সেবন করে এসি বগিতে এক যাত্রীর ভ্যানেটি ব্যাগ চুরি করার সময় আটক আশরাফুল ইসলামের দেহতল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ইজিয়াম নেশার ইনজেকশন ও সিরিজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশরাফুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS