স্টাফ রিপোর্টার : র্যাব-১২ সিরাজগঞ্জের সদস্যরা গতকাল শুক্রবার বিকেল সোয়া ৫ টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন সয়দাবাদ মোড়ের সামনে থেকে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে।
র্যাব-১২ সিরাজগঞ্জের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ মোড়ের সামনে বগুড়া থেকে ঢাকাগামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে।
আটককৃতরা হলো টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার রামাইল এলাকার মোঃ শহিদুল্লাহ‘র ছেলে মোঃ শরিফুল ইসলাম ও গোবিন্দপুর টেঘরী এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ আবু হানিফ।
এসময় সিরাজগঞ্জ সদরের গটিয়া মেছড়া পূর্বপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে সোহেল রানা ওরফে সাব্বির (২৭), মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যায়। তারা ফেন্সিডিল নিয়ে ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।