শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান নিহত নাইটগার্ড ফেরদৌস আলীর বাবাকে ভ্যান ও নগদ অর্থ প্রদান করেছেন। গতকাল রোববার সকালে নিহতের বাবা আক্কাছ আলীকে একটি নতুন অটোভ্যান এবং রমজান মাসের জন্য নগদ ১০ হাজার টাকা হাতে তুলে দেন ।
শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের দরিদ্র পরিবারের একমাত্র ছেলে ফেরদৌস (২০) উপজেলার যমুনা টেক্সটাইল মিলে নাইট গার্ডের চাকরি করতো। কিন্তু গত ৫ জানুয়ারি নির্মমভাবে হত্যার শিকার হয় ফেরদৌস
ঘটনার তদন্তে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান পিপিএম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ক্লু উদঘাটন করেন এবং ঘটনার সাথে জড়িত মো. মামুন হোসেনকে (৩০) শাহজাদপুর থানা পুলিশকে দিয়ে গ্রেফতার করে।
পরবর্তীতে মামুনের দেয়া তথ্য অনুযায়ী আরকে টেক্সটাইল মিলস এর মধ্যে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস এর লাশ উদ্ধার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারপূর্বক জব্দ করে ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।