ভিডিও

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ পাসের হার ৪৬ শতাংশ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৭:৫০ বিকাল
আপডেট: মার্চ ১১, ২০২৪, ০৭:৫০ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথমবর্ষ ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৪৬ শতাংশ শিক্ষার্থী। আজ সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, এবছর সি ইউনিটে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান শাখায় চার শিফটে ভর্তি পরীক্ষায় উপস্থিত ৬১ হাজার ১১৯ জন। অনুপস্থিত ১৩ হাজার ৪৫৮ জন। পাস করেছেন ২৮ হাজার ৯১ জন। ফলে পাসের হার ৪৬ শতাংশ।

এক ঘন্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ণ করা হয়। এতে ন্যূনতম পাস নম্বর ছিল ৪০। এই ইউনিটের সর্বোচ্চ নম্বর ৯৬। অবিজ্ঞান শাখায় উপস্থিত ছিলেন ১ হাজার ৬৯৭ জন। অনুপস্থিত ৮১ জন। পাস করেছেন ১ হাজার ৩৬৮ জন। পাসের হার ৮০.৬ শতাংশ।

এছাড়া কোটায় বিজ্ঞান থেকে পাস করেছেন ৪ হাজার ৮৯৭ এবং অবিজ্ঞান শাখায় ৪৮২ জন ভর্তিচ্ছু। ‘সি’ ইউনিটে সমন্বয়ক অধ্যাপক নাসিমা আখতার বলেন, যথাযথ যাচাই-বাছাই শেষেই ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রস্তুতে কোন ভুল যাতে না হয় সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫-৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর তিন ইউনিটে গড় উপস্থিতি ৮৮.২১ শতাংশ। আগামী ১৩-১৫ মার্চের মধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিটের সমন্বয়করা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS