স্টাফ রিপোর্টার : সরকার ঘোষিত ৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান ও বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক নেসকো পিএলসিতে ২০২২ এবং ২০২৩ অর্থ বছরের প্রাপ্য এপিএ বোনাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১১ মার্চ) বগুড়া নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ উপ কমিটির উদ্যোগে পুরান বগুড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তরের অফিস চত্বরে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কর্ম বিরতি চলাকালে প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের কার্যকরী সভাপতি তাপস কুমার নিয়োগী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাইফুল আলম, মোশারফ হোসেন, সাজেদুর রহমান সাজু, রাশেদুল আলম, সোহাগ হোসেন, আবুল খায়ের, সাজু আহমেদ বকুল, হাসান আলী মিয়া, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, খন্দকার মোঃ নাজমুল হুদা, বাবুল পরামানিক, শিহাব, অসীম রায় প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান দাবি না মানা পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত উত্তরাঞ্চলের ১৬ জেলায় কর্মবিরতি চলবে।
এ ছাড়াও নেসকো পিএলসিতে বগুড়া নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ উপ কমিটির উদ্যোগে আজ সোমবার (১১ মার্চ) পুরান বগুড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।