ভিডিও

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৩:১৮ দুপুর
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৩:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গত সোমবার সন্ধ্যা পোনে ৭ টার দিকে সদরের কালিবালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডিবি বগুড়ার ইনচার্জ  ইন্সপেক্টর মো: মুস্তাফিজ হাসান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো,সদরের কালিবালা এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে বাপ্পি মোল্লা (৩২) ও শহরের বাদুড়তলার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে শুভ আলম (২৫)। কালিবালায় আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাগুলোসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS