ভিডিও

বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৭:১৮ বিকাল
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৭:১৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : রমজানে বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করা হেয়ছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সাথে কৃষি বিপণন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপর মামুন খান চিশতি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন সাবুসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী ও সাংবাদিকগণ।

সভায় ব্যবসায়ীদের সাথে আলোচনায়  সিদ্ধান্ত মোতাবেক  নির্ধারিত  ছোলার কেজি ১০০টাকা, চিনি ১৪০ টাকা, সোয়বিন খোলা প্রতি লিটার ১৪৯ টাকা, গরুর দুধ ৭০ টাকা, ছাগলের মাংশ ১ হাজার টাকা, ছাগীর মাংশ ৮৫০ টাকা, গরুর মাংস (ষাঁড়) ৭০০ টাকা, গাভীর মাংশ ৬৫০টাকা, মুরগীর ডিম প্রতি হালি ৪০টাকা, সোনালী মুরগী প্রতি কেজি ২৮০ টাকা, বয়লার ২০০ টাকা, লেয়ার মুরগী ২৭৫ টাকা ও দেশি মুরগী ৫০০টাকা কেজি।

এছাড়াও মোটা মুৃড়ি ৭০ টাকা, চিকন মুড়ি ৭৫ টাকা, আদা ২০০ টাকা, বেগুন ৪০ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় ভোগ্য পণ্যের খুচরা দাম নির্ধারিত করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS