দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়রা দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবীসহ আটজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে উপজেলা সদরের লালুকা গ্রামে অভিযান চালিয়ে মৃত শামছুর রহমানের ছেলে মাদকসেবী মিজানুর রহমানকে (৪০) গ্রেফতার করে।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার ধাপ সুলতানগঞ্জ এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে লিটন, আটগ্রাম দীঘিরপাড়ার মোসলিম উদ্দীনের ছেলে ছরওয়ার হোসেন, চৌমুহানী বাজারের সাহাদত হোসেনের ছেলে কামরুজ্জামান বকুল, বানিয়াদীঘি গ্রামের মাহবুব রহমানের ছেলে এরশাদ সওদাগর, মথুরাপুর গ্রামের মৃত আকরাম আলী মন্ডলের ছেলে ওয়াজেদ আলী ও আটুইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগমকে গ্রেফতার করে।
পুলিশ একই রাতে পৃথক একটি মারামারি মামলায় চামরুল দাইমপুর গ্রামের হাসেন আলীর ছেলে নুর আলম (৩৮) গ্রেফতার করেছে।
থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার (১২ মার্চ) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।