রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে এক হেরোইন কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বিকেলে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর পেশকার সাহাবুদ্দিন সোহাগ এসব তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হাদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. উজ্জ্বল (৩৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা স্কুলপাড়া বাসিন্দা।
সাহাবুদ্দিন সোহাগ জানান, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজশাহীর বাঘা উপজেলায় ১০০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হন উজ্জ্বল। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় আদালত রায় ঘোষণা করলেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।