সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় পণ্যবাহী ট্রাক, সবজির পিকআপ, শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও পণ্যবাহী অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজির সময় হাতেনাতে ছয় চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন র্যাব সদস্যরা। এতে নেতৃত্ব দেন র্যাব-৫, ব্যাটালিয়ন সদর ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার।
আটকরা হলেন- সিংড়া উপজেলার সরকারপাড়া এলাকার মোঃ আরিফুল ইসলাম (৩০), নিংগুইন উত্তরপাড়ার মোঃ হাফিজ (৪০), চাঁদপুর এলাকার মোঃ মনসুর রহমান (৩৫), মাদারীপুর এলাকার মোঃ বকুল খান (৪৭), বাসুয়াপাড়ার মোঃ নজরুল ইসলাম (৪৫) ও মাদারীপুর এলাকার মোঃ কুদরত (৩৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে নাটোর-বগুড়া মহাসড়কসহ স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় পণ্যবাহী ট্রাক, সবজির পিকআপ, শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজি করে আসছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে র্যাব-৫ কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার বলেন, সড়ক-মহাসড়কের চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।