ভিডিও

বগুড়া শহরে দুই নির্মাণাধীন ভবন মালিকের ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট: মার্চ ১২, ২০২৪, ১০:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, বগুড়ার সহযোগিতায় বগুড়া শহরের হাকির মোড় ও জলেশ্বরীতলা এলাকায় দুটি নির্মাণাধীন ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)/ বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর বিধি ১১ (ঙ), দন্ড ১৭ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি অভিযানে নেতৃত্ব  দেন।

পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। বগুড়া জেলা পুলিশ এবং এপিবিএন এর দুটি দল  অভিযান পরিচালনায় সহায়তা করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS