মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় পুড়িয়ে ফেলা হয়েছে ৮ হাজার মিটার চায়না দুয়ারি বা রিংজাল। আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে আত্রাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব রিংজাল জব্দ করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু এ অভিযানের নেতৃত্ব দেন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল, মান্দা থানার উপ-পরিদর্শক আবু সামা, অফিস সহায়ক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার ক্ষেত্রে চরম ক্ষতিকর চায়না দুয়ারি বা রিংজাল।
এ জালগুলো বছরের সবসময় নিষিদ্ধ। একই সঙ্গে নিষিদ্ধের আওতায় রয়েছে কারেন্ট ও কচাল জাল। মৎস্য কর্মকর্তা আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।