মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ড্রামট্রাক ও জিপের সাথে মুখোমুখি সংঘর্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার তের মাইল নামক স্থানে বালুবাহী একটি ড্রাম ট্রাক ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের জিপের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভোদন, তার ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, জীপের চালক সবুজ ও আনিসুর রহমান।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের অবস্থা গুরুতর হওয়ায় অপরাশন শেষে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।