ভিডিও

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১১:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দেওয়ান শাহীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে নাটোর আদালতে হাজিরা শেষে দেওয়ান শাহীন এক সহযোগীসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় একদল সন্ত্রাসী তার পিছু ধাওয়া করে হেলিপ্যাড এলাকায় মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেয়।

এসময় তাকে উপর্যুপরি পিটিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS