আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি সদরের মৎস্য খাদ্যের ফিড ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলের রহস্যজনক নিখোঁজের ৭ দিনেও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার ছেলে মোহাম্মাদ আব্দুল্লাহ আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার সন্ধান না মেলায় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে।
নিখোঁজ কাজলের ছেলে মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, গত ১৪ মার্চ বৃহস্পতিবার সকালে তার বাবা ব্যক্তিগত কাজে বগুড়া শহরে যান। সেখানে কাজ শেষে আনুমানিক বিকেল ৩ টা বগুড়া থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় আদমদীঘি থানা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখায় অভিযোগ করা হয়েছে। কিন্তু ৭দিন অতিবাহিত হলেও তার নিখোঁজ বাবার সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নিখোঁজ ফিড ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলকে উদ্ধারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।