ভিডিও

বগুড়ার ফাঁপোর ইউপি’র সাবেক চোয়ারম্যান হারুনুরের কারাদন্ড

ভিজিএফ’র চাল আত্মসাৎ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ১০:৩৭ রাত
আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ১০:৩৭ রাত
আমাদেরকে ফলো করুন

কোর্ট রিপোর্টর : বগুড়ায় ভিজিএফ কার্ডধারীদের মাঝে সরকারি চাল বিতরণ না করে আত্মসাতের অপরাধে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুননুর রশীদকে দুর্নীতি প্রতিরোধ আইনে দুই বছরের সশ্রম করাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে আত্মসাৎকৃত ২৪ হাজার ৮০২ টাকা ২০ পয়সা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। ওই টাকা সরকারি পাওনা হিসেবে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। হরুনুর রশীদ জামিনে গিয়ে রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। বগুড়ার স্পেশাল জজ মো. শহিদুল্লাহ্ আজ বুধবার (৩০ অক্টোবর) এই মামলার রায় দেন। হারুনুর রশীদ পুরান বগুড়ার মোল্লাপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে।

উল্লেখ্য, ফাঁপোর ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য ৯ মেট্রিকটন চাল বরাদ্দ হলে ২০০১ সালের ২৯ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান হারুনুর রশীদ সরকারি খাদ্যগুদাম থেকে তা উত্তোলন করেন।

চেয়ারম্যান ভিজিএফ ৬৯৮ জন কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে ৬ দশমিক ৯৮০ মেট্রিকটন চাল বিতরণ করেন এবং অবশিষ্ট ২৪ হাজার ৮০২ টাকা ২০ পয়সা মূল্যের ১ দশমিক ৬২০ মেট্রিকটন চাল ভিজিএফ কার্ডধারীদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন।

এ ব্যাপারে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বগুড়ার সহকারী পরিদর্শক ফজলুল বারী বাদি হয়ে গত ২০০৪ সালের ২ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-সহকারী পরিচালক বীরকান্ত রায় মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে ২০১২ সালের ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS