শেরপুর প্রতিনিধি : শেরপুরে বসতবাড়িতে আগুন লেগে তসলিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকায় স্থানীয় নুর আলম মাস্টারের বাড়িতে আগুন লাগলে ওই গৃহবধূর মৃত্যু হয়। তাসলিমা বেগম তালুকপাড়া এলাকার এরশাদ আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
তাসলিমার স্বামী এরশাদ আলী বলেন, তাসলিমা রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এসময় শর্ট সার্কিট হয়ে পুরো টিনশেড ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। মেইন লাইনে আগুন ধরে গেলে লাইন বন্ধ করতে যান তাসলিমা। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।
শেরপুরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।