ভিডিও

বগুড়ার গাবতলীতে কৃষক লীগের সাবেক উপজেলা সভাপতিকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৯:৫৫ রাত
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৯:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হযরত আলীকে (৩৪) কুপিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার জয়ভোগা এলাকার আব্দুল খালেকের ছেলে।

আহত হযরত আলীর ভাই খায়রুল ইসলাম লিখন জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে তার ভাই আকন্দপাড়ায় বাড়ির অদূরে জমিতে কৃষি কাজ করছিলেন। এসময় ১৫-২০ সন্ত্রাসী সেখানে এসে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং লাঠিসোটা ও লোহার রড দিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ধানের জমিতে পড়েছিলেন। পরে সন্ধ্যা ৬টার দিকে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেন।

খায়রুল ইসলাম লিখন আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তার ভাই। রাজনৈতিক দলের প্রতিপক্ষ তার ভাইয়ের ওপর এই হামলা চালায়। তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS