ভিডিও

দিনাজপুরে খেসারির ডাল প্রতি কেজি ৩০ টাকা : পেঁয়াজের দাম বৃদ্ধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৮:০৭ রাত
আপডেট: মার্চ ২০, ২০২৪, ০৮:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি:  মাত্র ছয়দিনের ব্যবধানে ইফতারের একমাত্র মজাদার ডাল খেসারি প্রতি কেজি ৩০ টাকা ও একদিনে পেঁয়াজের মূল্য ১৬ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৫ মার্চ খেসারি ডাল বিক্রি হয়েছে ১০০ টাকা। হঠাৎ করেই ১৯ মার্চ থেকে ১৩০ টাকা বিক্রি করছে ব্যবসায়ীরা। হঠাৎ করে এ দাম বৃদ্ধি কেন অনুসন্ধান করে জানা গেছে, ইফতারের জন্য বড়া মজাদার করতে খেসারি ডালের বিকল্প নেই।

হোটেল রেস্তোরাঁসহ বাসা বাড়িতেও খেসারি ডালের চাহিদা প্রচুর। সে কারণেই দাম বেড়েছে। অপরদিকে গত ১৯ মার্চ দিনাজপুরে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা। ২০ মার্চ পেঁয়াজের মূল্য ৫৬ থেকে ৬০ টাকা। কেজিতে ১৬ থেকে ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের দাবি চাহিদা ওবৃৃষ্টি বাদলসহ যে কোন সুযোগ বুঝেই আড়তদাররা দাম বৃদ্ধি করায় খুচরা ব্যবসায়ীদের করার কিছুই থাকে না।

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS