সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে বনবাড়িয়া (পেচরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ফয়সাল ওই গ্রামের লাবু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ভোরে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ফয়সাল।
এব্যাপারে জানতে চাইলে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর বনবাড়িয়া নুরানীয়া মাদ্রাসায় ফয়সালের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।