ভিডিও

দিনাজপুরে বাসচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট: মার্চ ২২, ২০২৪, ১০:৪৯ রাত
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিআরটিসি চাসের চাকায় পিষ্ট হয়ে পাঁচ নিহতের ঘটনায় বাসের চালক আজিজার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্যসহ পাঁচটি মামলা রয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুর কোতয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন। গত ৬ ফেব্রুয়ারি সকালে এই দুর্ঘটনা ঘটেছিল। গ্রেফতার আজিজার রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার মৃত ফজির উদ্দিনের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কয়েকদিন ধরে দিনাজপুর শহরের বেশ কিছু স্থানে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কোতয়ালি থানা পুলিশ অভিযান পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে আজিজারকে গ্রেফতার করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এবং পুলিশের নথি দেখে আজিজার রহমানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলার সন্ধান পাওয়া যায়। যার মধ্যে হত্যা, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার আইনের মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি রানীরবন্দরে বেপরোয়াভাবে বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে একজন নিহতের ঘটনা ঘটে। ওই বাসের চালক গ্রেফতার আজিজার রহমান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS