রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে খোয়াজ আলী নামে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপির পবা থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার নওহাটা মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নগরীর পবা থানাধীন মহানন্দখালী গ্রামের তছির মন্ডলের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে পবা থানায় রাজশাহীর পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।
পবা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তার নেতৃত্বে একটি টিম রাত ৮ টার দিকে অভিযান পরিচালনা করে আসামি খোয়াজ আলীকে নওহাটা মাদ্রাসা মোড় থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।